ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 


২৭ জানুয়ারী ২০২৫ ২১:৫৮

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৪:১০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি'র ২ বারের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় আমিনুল ইসলাম বাদশার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বাদশা বলেন গত ২৩ জানুয়ারি বৃহস্প্রতিবার বিকালে তার নেতৃত্বে তার বাসভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোওয়া মাহফিলের ঘটনাকে কেন্দ্র করে ২৫ জানুয়ারি শনিবার উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহজাহান আকন্দ এক সংবাদ সম্মেলনে উদ্দেশ্য প্রনোদিতভাবে তার বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিমুলক বক্তব্য প্রদান করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন ২০০৯ সালে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ২ বারের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাদশাকে দলের কোন পদে রাখা হয়নি। তিনি বলেন দলের কোন পদে তাকে না রাখার কারনে ২০২৪ সালের ৮মে তৃতীয় বারেরমতো তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ।

এসময় দল থেকে দলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করে। পরবর্তীতে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করা হলে হাইকমান্ড তাকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করার পরামর্শ দেন। সে অনুযায়ী তিনি আবেদন করেন বলে জানান।

এ বিষয়ে দোওয়া মাহফিলে অংশগ্রহনকারি নেতা-কর্মীরা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কার আদেশ প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে তিনি তার বহিষ্কারের আবেদনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিবেচনাধীন রয়েছে বলে জানান।

এ ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দের সংবাদ সম্মেলনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমিনুল ইসলাম বাদশা। উক্ত সংবাদ সম্মেলনে দলীয় নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।