ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন: যৌথ অভিযানে ম্যাজিস্ট্রেট পুলিশ ও বিজিবি


২৭ জানুয়ারী ২০২৫ ২১:৩৮

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৪:১৬

২৬ জানুয়ারি (রবিবার) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শ্রীবরদী কর্তৃক পুলিশ ও বিজিবি সহ উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুরি ও রাঙাজান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ টি অবৈধ মেশিন ও ৩০ টির বেশি মাচা অপসারণ করা হয়।

অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ ও প্রকৃতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ভাঙন, জমির উর্বরতা নষ্ট হওয়া এবং জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংসসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় প্রশাসন অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে।

দৈনিক সন্ধাবানি জেলা প্রতিনিধি মো. আল-আমিন বলেন, অবৈধ মেশিন ও মাচা অপসারণের পাশাপাশি বালু জব্দ না করলে। তারা পুনঃরায় বালু উত্তোলন করবেই কারণ ৭দিনে বালু উঠায় কমপক্ষে ২/৩ লক্ষ টাকার আর মেশিন ও মাচায় ক্ষতি হয় সর্বোচ্চ ৫০ হাজার টাকা । এজন্য তারা মোবাইল কোর্ট করার পরপরই আবার বালু উত্তোলন শুরু করে। সেই সাথে রাস্তায় তাদের প্রতিনিধি থাকে যারা মোবাইল কোর্ট অফিস থেকে বের হওয়ার আগে তাদের কানে খবর পৌঁছে যায় মনে হয়। ফলে তারা সাবধান হয়ে যায়।

প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধ করতে নিয়মিত নজরদারি চালানো হবে। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হচ্ছে। এ উদ্যোগে পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।