কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ছয়টি ভারতীয় গরু আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতীয় ৬টি গরু আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ জানুয়ারি) সকালে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের শৌলমারী এলাকা থেকে ২টি গরু ও দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকাড়াইবাড়ী এলাকা থেকে আরও ৪টি গরু আটক করা হয়।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় রোববার সকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০-৪-টি থেকে ১০০ গজ বাংলাদেশের ভিতরে রৌমারী উপজেলার শৌলমারী এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২টি গরু আটক করে গয়টাপাড়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ও একই দিন সকাল ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫৬ এমপি থেকে ৫০ গজ বাংলাদেশের ভিতরে উপজেলার ছাটকড়াই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি গরু আটক করে দাঁতভাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক ।