ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


কুড়িগ্রামের রৌমারীতে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি


২৫ জানুয়ারী ২০২৫ ২১:২৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৪:১২

কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৪ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা এলাকা থেকে গোপন সংবাদের বিভিতে এসব মাদক জব্দ করে।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৯ এমপি থেকে ১৫০ গজ বাংলাদেশের ভিতরে রৌমারী উপজেলার বকবান্ধা এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করেন খেয়ারচর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক ।