ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ


২৪ জানুয়ারী ২০২৫ ১৬:৩১

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৪:১৪

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মধ্যে ঝালপাজা ডেওয়াতলী এলাকায় মরহুম আলহাজ্ব আঃ হেলিম মন্ডল (হলু) সাহেবের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টা হতে দিনব্যাপী বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ফ্রি- চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় শীতার্তদের মধ্যে সোয়েটার বিতরণ করা হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে হবিরবাড়ী জেনারেল হাসপাতালের তত্বাবধানে এলাকার সবধরনের মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় চক্ষু, স্ত্রী ও প্রসূতি, মেডিসিন, নিউরো মেডিসিন, দন্ত, চর্মও যৌন বিশেষজ্ঞ সহ ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার ধারা দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় সকাল থেকে প্রায় দুইহাজার পাঁচশত মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা ও পাঁচশত শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

হবিরবাড়ী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবি সিদ্দিক সোহেল ও এডিশনাল এসপি আবু সুফিয়ান সোহাগ জানান আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা প্রতি বছরেই এই আয়োজন করে থাকি। এই উদ্যোগ অব্যহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, জেলা যুবদলের সহসম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, ইউনিয়ন বিএনপি সভাপতি মো: আব্দুস সালাম, মোস্তফা কামাল,জাসাস ইউনিয়ন সভাপতি সফিউল্লাহ আনসারী, এম এইচ এম মামুন প্রমূখ।