ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মাগুরায় আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী পালিত


২৪ জানুয়ারী ২০২৫ ১৬:২০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:১৫

মাগুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে এগারোটায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঢাকা দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শহরের ভায়নার মোড় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে চৌরঙ্গী মোড় হয়ে বিএনপির ভায়না মোড়স্থ কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর। র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সহ-সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে শহরের ভায়না মোড়ে অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।