ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কুড়িগ্রামের রৌমাতে ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি


২২ জানুয়ারী ২০২৫ ১৬:৫৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:২০

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাতে ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সাড়ে ৭টার দিকে ২২ জানুয়ারি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক ও বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৫-৩-এস থেকে ২০০ গজ বাংলাদেশের ভিতরে রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করে ইজলামারী ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ জামালপুর ব্যাটালিয়ন।

স্থানীয়রা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ জামালপুর ব্যাটালিয়ন সীমান্তে টহল জোরদার করলে চোরাচালান, মাদক ও ফেন্সিডিউল বন্ধ হবে।