বেলকুচিতে বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেনকে মারপিট ও লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের বেলকুচিতে বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেনকে কলেজক্যাম্পে ঢুকে অন্যায়ভাবে মারপিট ও লাঞ্চিত করার প্রতিবাদে আমিরুল ইসলামকে অতিদ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।
মারপিটের ঘটনায় উপাধ্যক্ষ আনোয়ার হোসেন বাদি হয়ে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, ঘটনার ২৪ ঘন্টা পার হলেও তাকে গ্রেফতার করা হয়নি মর্মে আজ ২১শে জানুয়ারি মঙ্গলবার সকালে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সামনে হাইওয়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে ছাত্রীরা, তাদের দাবি ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে আবার কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান ছাত্রীরা।
অভিযোগকৃত আমিরুল ইসলাম বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামের মির্জা মোঃ শামসুল হকের ছেলে। জানা যায়, আমিরুল ইসলাম ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ঐ কলেজে হিসাব রক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, ২০১৯ সালে কলেজটি এমপিও ভূক্ত হয় কিন্তু বিবাদীর বেতনের জন্য মাউশি বরাবর বারবার আবেদন করা হলে ডিগ্রি স্তর এমপিওভূক্তির আগেই তার নিয়োগ হওয়ায় বিবাদীর আবেদন মাউশী থেকে বারবার বাতিল হয়ে যায়, বিবাদী আমিরুল ইসলাম এর বেতনভূক্ত করানো সম্ভব না হওয়ায় সেচ্ছায় আমিরুল ইসলাম ২০২৩ সালে পদত্যাগ পত্র জমা দেয়, এমতাবস্থায় ব্যবসায়ের উদ্যেশে তাকে ৫ লক্ষ্য টাকা দেওয়া হয়েছে বলে জানা যায়।
রাস্তা অবরোধ করে মিছিল করায় দুইসাইটে লম্বা যানযট সৃষ্টি হয়, এমতাবস্থায় বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন মিছিলকারী ছাত্রীদের সামনে উপস্থিত হয়ে আমিরুল ইসলামকে অতিদ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে তখন ছাত্রীরস রাস্তা ছেড়ে চলে যায়।