ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


নেছারাবাদে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে প্রেমিক গ্রেফতার


২০ জানুয়ারী ২০২৫ ২২:৩৮

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৭

পিরোজপুরের নেছারাবাদে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) নেছারাবাদ থানায় মেয়ের বাবা বাদী হয়ে এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে সিফাত হোসেন (২০), একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মারুফ (২৫) ও মোঃ ইমাম হোসেনের ছেলে হৃদয় (১৯)।

জানা যায়, নেছারাবাদ উপজেলার গাজীপুর মৈশানী ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসা চলাকালীন সময়ে অপহরণ করার চেষ্টা চালায়। এসময়ে মাদ্রাসার ও স্থানীয় লোকজন বখাটেদের প্রতিরোধ করে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে।

এ বিষয়ে ওই ছাত্রীর বাবা মোঃ আনোয়ার হোসেন জানান, মাদ্রাসায় যাওয়া আসার পথে বিভিন্ন সময়ে তারা আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল। তাদেরকে মৌখিকভাবে বিভিন্ন সময়ে সাবধান করা হয়েছে। ওরা বখাটে প্রকৃতির লোক তাই ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপহরণ করার চেষ্টা করেছিল। স্থানীয় লোকজন দেখে ফেলায় ও এগিয়ে আসায় মেয়েকে চড় থাপ্পর মেরে দুজন পালিয়ে যায় এবং সিফাত আমার মেয়েকে টানাহেঁচড়া করে তখন এলাকাবাসী সিফাতকে আটকে রেখে পুলিশকে খবর দিলে নেছারাবাদ থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে ছেলের বাবা মোঃ মিন্টু মিয়া জানান, আমার ছেলে সিফাতের সাথে ঐ মেয়ের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। তারা একে অপরকে ভালবাসে। এক পর্যায়ে তাদের দুজনের মাঝে কোনো ব্যপারে বাক বিতন্ডা বা ঝগড়া হয় এর সুবাদে মাদ্রাসার ও এলাকার লোকজনকে মেয়ের বাবা ভূল বুঝিয়ে আমার ছেলে সিফাতকে আটকে রেখে পুলিশে দেয় এবং পরবর্তীতে তারা আমার ছেলের নামে এবং আরো দুজনের নামে মিথ্যা অপহরন মামলা চালিয়ে দেয়।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিন শীর্ষ খবর ও দৈনিক আমাদের দিনকে জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি দুজনকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোহেল রায়হান
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৯৮৯৩৭০৩৩১
তারিখ: ২০.০১.২০২৫ ইং