ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


শেরপুর পৌরসভার চারু ভবনে গ্রন্থাগার উদ্বোধন


২০ জানুয়ারী ২০২৫ ২২:২৭

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৯

শেরপুরে বিশেষায়িত 'শেরপুর পৌরসভা গ্রন্থাগার' উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর পৌরসভার প্রায় দেড়শ বছরের পুরাতন চারু ভবনে গ্রন্থাগার উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: তোফায়েল আহমেদ।

এসময় পৌর প্রশাসক মো: তোফায়েল আহমেদ বলেন, এই গ্রন্থাগারটি বিশেষায়িত একটি গ্রন্থাগার হবে। এখানে বিভিন্ন বই পড়ার পাশাপাশি চাকরি প্রাত্যাশী শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়তে পারবেন। প্রয়োজনে সপ্তাহে অন্তত একদিন বিসিএস পরীক্ষার্থীদের ব্রিফিং দেওয়া হবে।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো: বজলুল করিম, প্রধান নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: রেজুয়ান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, চাকুরী প্রত্যাশী শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে সাধারণ জ্ঞান ও চাকরির ইন্টারভিউ বিষয়ক প্রায় শতাধিক বই রাখা হয়েছে। পর্যায়ক্রমে পাঠকের চাহিদা অনুযায়ী বই রাখা হবে বলে পৌর প্রশাসক জানায়।