ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


রৌমারী উপজেলা জাতীয় সংসদ নির্বাচনে হামলার ঘটনায় আওয়ামী লীগের তিনজন নেতাকর্মী গ্রেপ্তার


২০ জানুয়ারী ২০২৫ ১৫:৫৫

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১২

কুড়িগ্রাম রৌমারী উপজেলা-চার জাতীয় সংসদ নির্বাচেনে, নির্বাচনী প্রচারণা চলাকালে কর্মীদের উপর অতর্কিত হামলা করে সেই অভিযোগে মামলা করে। এ মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে তিন জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে রৌমারীর থানা ওসি লুৎফর রহমান তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠান।
রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ভিটাবাড়ী এলাকার মৃত মঞ্জিল হোসেনের ছেলে মিষ্টার ইয়াং, একই ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শামীম আহাম্মেদ ও বন্দবের ইউনিয়নের খঞ্জনমারা এলাকার ওসমান আলীর ছেলে বকুল হোসেন কে গ্রেপ্তার করেন ।

রৌমারী থানার মামলার কপি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর দুপুর ২টার দিকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ মার্কার এমপি প্রার্থী আলহাজ্ব মো. আজিজুর রহমানের নির্বাচনী কর্মীদের সঙ্গে প্রচারণা চলাকালে অতর্কিত হামলা, মারামারি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ঐ দিন রৌমারী উপজেলা সদর ইউনিয়নের সুতিরপাড় ও বেহুলার চরের মাঝামাঝি খালের সাঁকোর কাছে অতর্কিত হামলার মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জানুয়ারি রৌমারী থানায় রাতে ৩০ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জন অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেন রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই এলাকার জসিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন। এ মামলায় ঐ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, বাকি আসামীদের ধরার জন্য অভিযান চলমান রয়েছে।