ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


বেলকুচিতে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জনসভায় ৬ হাজার কম্বল বিতরণ


২০ জানুয়ারী ২০২৫ ১৩:৪৪

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৩

সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জনসভা ও শীতার্ত মানুষের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

( ১৯ জানুয়ারি রবিবার) বিকালে শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে,বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি-র আয়োজনে উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিনের সঞ্চালনায়, জনসভায় সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপি-র আহবায়ক হাজী আলতাফ হোসেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি-র চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

প্রধান অতিথির অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন। স্বৈরাচারী আওয়ামীলীগ বাংলাদেশকে ভারতের বাজার বানিয়ে দেশ চালিয়েছিল। পাশাপাশি দেশের মেধাবী সন্তানদের চাকুরি না দিয়ে ভারতীয়দের চাকুরি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে। ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করার জন্যই এই বাংলাদেশে বিএনপি'র জন্ম হয়। গত ১৭ বছরে শেখ হাসিনার সরকার সিন্ডিকেট করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছেন৷ তবে বাংলার কৃষক তার প্রাপ্য দাম পায়নি৷

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম৷ বেলকুচি উপজেলা বিএনপি-র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুইয়া, বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল সহ বেলকুচি উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।