ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


নকলার দুই সাংবাদিক নেতা কারাগারে


২০ জানুয়ারী ২০২৫ ১৩:২৫

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৪

শেরপুরের নকলায় বিশেষ ক্ষমতা আইন ও নাশকতা সৃষ্টির পায়তারা করার পৃথক দুই মামলায় দুই সাংবাদিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জেলার নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলা'র উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু এবং একই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্যা ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার প্রতিনিধি মো. নূর হোসেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাসায় ফিরার পথে নকলা শহরের হলপট্টি মোড়ে ১০-১৫ জন কথিত শিক্ষার্থীরা সাংবাদিক নূর হোসেনকে এলোপাথারি মারধর করে থানায় নিয়ে পুলিশের হাতে তুলেদেয়। পরে পুলিশ তাকে আটক করে এবং রাত সাড়ে এগারোটার দিকে গত বছরের ১২ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে রবিবার দুপুরের দিকে তাকে আদালতে নেওয়া হলে নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এদিকে দুপুরের দিকে সহকর্মী বিবেচনায় এবং সংগঠনের দায়িত্ববোধ থেকে সাংবাদিক নূর হোসেনকে দেখতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু আদালতে গেলে তাকেও গ্রেফতার করা হয়।

পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে শহীদ সবুজ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্য মোতাবেক জানাগেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী মাসুম, অনন্ত, সুমনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, সাংবাদিক নূর হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নানান ধরনের পোস্ট শেয়ার করে আসছিলেন। তাই এর আগেও তাকে সতর্ক করা হয়েছে। কিন্তু সে সংশোধন না হওয়ায় তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে কোন মারধর করা হয়নি বলে শিক্ষার্থীরা জানান।

এবিষয়ে নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নকলা উপজেলার বেশ কয়েকজন সাংবাদিক মানসম্মানের ভয়ে গায়া ডাকা দিয়েছেন। তারা নিজ নিজ ফেইসবুক আইডি গুলোও ডিএক্টিক করে রেখেছেন৷ বন্ধ রেখেছেন তাদের মোবাইল এবং ডিএক্টিভ করে ফেলেছেন হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার।

স্থানীয় বেশ কয়েকজন শিক্ষিতজন বলেন, সাংবাদিকদের কাজ সঠিক তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ খবর প্রচার প্রকাশ করা। তাদের কোন দলমত নেই। তবে গত প্রায় দেড় যুগ আওয়ামী শাসনামলে অন্যকোন রাজনৈতিক দলের দৃশ্যমান কোন অনুষ্ঠান বা কর্মসূচী বাস্তবায়ন না করায় স্থানীয় সাংবাদিকরা বাধ্য হয়েই আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানের খবর প্রচার প্রকাশ করেছেন। এতে সাংবাদিকদের কোন দোষ হওয়ার কথা নয় বলে জানান তারা।

এবিষয়ে নকলা প্রেস ক্লাবের সভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ দায়িত্বশীলদের মোবাইল বন্ধ থাকায় তাদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা৷

এদিকে সাংবাদিক গ্রেফতারের বিষয়ে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা বিভিন্ন মাধ্যমে তীব্র নিন্দা জ্ঞাপনসহ সুষ্ঠু তদন্ত কামনা করছেন।