ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ


১৯ জানুয়ারী ২০২৫ ২০:২৯

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৫:০৪

শেরপুরের ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার তিনানী বাজার থেকে পিকআপ ভ্যানসহ ওই মাদক জব্দ করা হয়।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, পিকআপ ভ্যানে করে ভারত থেকে চোরাই পথে ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে ডিবি পুলিশের এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে সড়কে গাছ ফেলে রাস্তা বেড়িকেট দিয়ে পিকআপ ভ্যান আটক করে। রাস্তায় বেড়িকেট ও পুলিশের উপস্তিতি বুঝতে পেরে চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।

এসময় ১৩২ বোতল ভারতীয় মদসহ পিকআপ ভ্যানটি জব্দ করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা। ঘটনার সত্য তা নিশ্চিত করে শেরপুরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,সালেমুজ্জামান বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন মাদক নির্মুলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে