ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরে ড্যাবের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা


১৯ জানুয়ারী ২০২৫ ২০:২৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৫:১৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জামালপুর জেলা শাখার উদ্যোগে শিশু কিশোরদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি রবিবার বেলা ১২টায় জামালপুর ( নতুন) হাইস্কুল মোড়ে জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব জামালপুর জেলা শাখার আহবায়ক ডা. আহমদ আলী আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আবু আহমদ শাফি, উপ পরিচালক (হাসপাতাল-১) ডিজি স্বাস্হ্য ( মহাখালী, ঢাকা)।

অনুষ্ঠান সঞ্চালন করেন কবি মিনহাজ উদ্দীন শপথ ও ড্যাব জামালপুর এর সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম রনি। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডা. তারিকুল ইসলাম, ডা.এম আর সিদ্দিক,(ডেন্টাল) সহকারী অধ্যাপক জামালপুর মেডিকেল কলেজ, ডা. হারুণ অর রশীদ, সহযোগী অধ্যাপক(মেডিসিন) জামালপুর মেডিকেল কলেজ, ডা. জাহাঙ্গীর আলম,(ইএনটি) ডা.মো. সাইফুল আমীন, সহযোগী অধ্যাপক, ডা. এ,এ,এম আবু তাহের, ক্যানসার বিশেষজ্ঞ ও ইউ এইচ এন্ড এফপিও ইসলামপুর
সহ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি শিশু কিশোর অভিভাবকসহ আরও অনেকে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশ গ্রহণকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য উক্ত প্রতিযোগিতা ছাড়াও সকাল ১০টা জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ড্যাবের উদ্যোগে এক মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়।