ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নেছারাবাদে উৎসবমূখর পরিবেশে আয়োজিত হলো জাসাস এর কর্মীসভা


১৯ জানুয়ারী ২০২৫ ০১:১৬

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৫:২৩

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় মিয়ারহাট বন্দর বাজার সমিতি মিলনায়তনে আয়োজিত হলো "বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা" (জাসাস) এর কর্মীসভা -২০২৫।

কর্মীসভাটি পিরোজপুর জেলা ও নেছারাবাদ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করা হয়। বক্তারা উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আহবায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ তাদের পৃথক পৃথক বক্তব্য প্রদান করেন এবং সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন- বিএনপি ও জাসাস একই পরিবার। আমরা সকলে মিলে দল এবং দেশকে নতুনভাবে সংস্কারের মাধ্যমে নতুন প্রজন্মকে সাথে নিয়ে নতুন উদ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। নেতৃবৃন্দ/ বক্তারা সকলে উপজেলা সেচ্ছাসেবক দলের বর্তমান সদস্য মোঃ উজ্জ্বল বিশ্বাসকে আগামী কমিটিতে জাসাসের উপজেলা সভাপতি হিসেবে পাওয়ার মত প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন - মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। প্রধান বক্তা - মোঃ জাহিদুল ইসলাম, আহবায়ক, পিরোজপুর জেলা জাসাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মোঃ নাছির উদ্দীন তালুকদার, সিনিঃ যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। আতিকুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। এ্যাড. খাইরুল বাসার শামিম, সদস্য সচিব, পিরোজপুর জেলা জাসাস।আবুল বাশার শেখ, যুগ্ম আহ্বায়ক, পিরোজপুর জেলা জাসাস। মোঃ রিয়াজ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক, পিরোজপুর জেলা জাসাস। মোঃ সোহেল রানা মৃধা, যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন- মোঃ এনামুল হক রব্বানী, আহবায়ক, নেছারাবাদ উপজেলা জাসাস। সঞ্চালনায় ছিলেন- মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক, নেছারাবাদ উপজেলা জাসাস। আয়োজনেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেছারাবাদ উপজেলা শাখা।