ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শেরপুরে ছোট বোনকে হত্যার অভিযোগে বড়ভাই গ্রেফতার


১১ জানুয়ারী ২০২৫ ২৩:০৫

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:৩১

শেরপুরে ছোট বোনকে হত্যার অভিযোগে জাহাঙ্গীর আলম জনি (৩০) নামে বড় ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ওই গ্রামের রেজাউল করিম বাবুলের ছেলে।

পুলিশও স্থানীয়বাসিন্দারা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে জাহাঙ্গীর আলম মানসিক ভারসাম্যহীন তার ছোট বোন জ্যোতি (২৭) পিটিয়ে গুরুতরভাবে আহত করে। শনিবার সকালে আহত জ্যোতিকে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে থানা থানা পুলিশ জ্যোতির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ছোট বোন জ্যোতি হত্যার সাথে জরিত থাকার অভিযোগে পুলিশ জাহাঙ্গীর আলমকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,জুবাইদুল আলম বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।