সাংবাদিক গাজী মোক্তারের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের গভীর শোক
-2025-01-11-19-17-38.jpeg)
সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আমাদের দিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী মোক্তার হোসেনের বড় ভাই আবু বক্কার সিদ্দিক (৬০) বৃহস্পতিবার (১০ই জানুয়ারি) রাত ১১টার সময় ঢাকায় ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার জুম্মা নামাজবাদ সরকারি হেমায়েতপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। তিনি কিছুদিন ধরে ইবনেসিনা হাসপাতালে কিডনির সমস্যার ও পায়ে ইনফেকশনের কারনে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ১পুত্র ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি মো:শাহজাহান আলম, সাধারন সম্পাদক মো:মনিরুজ্জামান মনি, যুগ্ন সাধারন সম্পাদক মো: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো:জাহিদুর রহমান পলাশ, কোষাধাক্ষ্য মো: আজহারুল ইসলাম, সাহিত্য ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুন হোসেন দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক বিপ্লব, কার্যনির্বাহী সদস্য মাজহারুল ইসলাম, শেখ শিমুল হোসেন বাবুসহ সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সকল সদস্যবৃন্দ।