ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বেলকুচিতে শাহপুর মাদ্রাসায় ১৬৬ দিনে মুত্তাকিন আহমদ ও  ১৬৭ দিনে আব্দুল আহাদ  কুরআনের হাফেজ


১১ জানুয়ারী ২০২৫ ১৯:০৮

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:২২

সিরাজগঞ্জের বেলকুচিতে ঐতিহাসিক শাহপুর মাদ্রাসার দুইজন ছাত্র মোঃ মুত্তাকিন আহমদ ১৬৬ দিনে ও আব্দুল আহাদ ১৬৭ দিনে ৩০ পারা কুরআনের হাফেজ হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও ৩৭ জন ছাত্রকে হেফয শেষ করায় তাদের কে পাগড়ী প্রদান করা হয়েছে। সেই সাথে খতমে বুখারীর শেষ হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করে ১২জন দাউরা হাদিস ও তাদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

হাফেজ মো: মুত্তাকিন আহমদ বেলকুচি উপজেলার বেলকুচি চর মোঃ আব্দুল আলিম সরকারের ছেলে। অন্যজন হাফেজ মোঃ আব্দুল আহাদ ছোটবেড়াখারুয়া গ্রামের মোঃ ছানোয়ার হোসেন এর ছেলে।

বৃহস্পতিবার ৯ই জানুয়ারি উক্ত মাদ্রাসা মাঠে ৯৫তম বাৎসরিক ইসলামি ওয়াজ মাহফিলে আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ইসলামী আলোচনা করেন বিভিন্ন পর্যায়ের আলেমওলামাগন, ইসলামি বয়ান শুনতে আশা হাজার হাজার দর্শনার্থী শ্রোতাদের উপস্থিতে এ পাগড়ি প্রদান ও পুরস্কার দেওয়া হয়।

এবছর ফেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৩ লক্ষ্য পরিক্ষার্থীর মাঝে ১৭জন জিপিএ ৫ পেয়েছে, এমনকি মেধা তালিকায়ও ১০ জন এই মাদ্রাসার ছাত্র স্থান পাওয়ায় এ মাদ্রাসার সুনাম বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এই মাদ্রাসায় তিনটি শাখা রয়েছে আল মাদরাসাতুল দারুল হিফয বালক-বালিকা ও উম্মুলকুর ইসলামি কিন্ডারগার্টেন শাখা, তিনটি শাখায় প্রায় ১৫০০ জন ছাত্র ছাত্রী রয়েছে।

উক্ত ওয়াজ মাহফিলে বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত ইসলামি বয়ান করা হয়, ফজর নামাজ শেষে আখেরী মোনাজাত ও তোবারক বিতরণ করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।