নাসিরনগরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের, রাস্তার পাশের ও সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। মঙ্গলবার রাতে নাসিরনগর সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের মোঃ ওবায়দুল হকের সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয়েছে।
তাছাড়াও ঐ দিনই লিটন মিয়ার এফ আই ডি বি স্কুলের ট্রান্সফরমার চুরি হয়। গত কয়েক দিনে একই গ্রামের মোঃ আলমগীর মিয়া, মোঃ দানু ভূইয়া, মোঃ খলিল মিয়া, মোঃ সালাউদ্দীন, মোঃ জহির মিয়া, মোঃ মালেক মিয়া, মোঃ জিয়াউর রহমানের সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুড়ি করে নিয়ে যায়।সদর ইউনিয়ন ছাড়াও কুন্ডা,খান্দুরা সহ বিভিন্ন ইউনিয়নে হচ্ছে অহরহ ট্রান্সফরমার চুরি।এতে করে সেচ কার্যক্রম ব্যহত হচ্ছে। কৃষক ও সেচ প্রকল্পের মালিকদের পড়তে হচ্ছে নানাবিধ ভোগান্তিতে।
সম্প্রতি চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সাবেক এমপি সৈয়দ মুর্শিদ কামালের বাড়ি সংলগ্ন একটি সেচ প্রকল্প ও তার আশ পাশ থেকে বেশ কয়েকটি, কুন্ডা ইউনিয়নের কুন্ডা রাস্তার ও সেচ প্রকল্পের বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।তাছাড়াও উপজেলার তেরটি ইউনিয়নের বিভিন্ন জায়গা ট্রান্সফরমার চুরির খবর পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রত্যেক গ্রাহককে পাহাড়ার ব্যবস্থা করা উচিত। আমরা আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।