ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত


৫ জানুয়ারী ২০২৫ ১২:৪৬

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৬:৫৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে ৪ জানুয়ারি শনিবার বিকালে উপজেলা শহীদ ইমরান চত্ত্বরে সদর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে এ জনসভা টি অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সেনু মিয়া (ডিপটি) সভাপতিত্বে এবং আব্দুল বাতেন শরীফ ও সোহাগ চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র তৃণমূল ভোটে নির্বাচিত সভাপতি এম.এ হান্নান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইব্রাহীম ভূঁইয়া রেনু, উপজেলা বিএনপির সহ-সভাপতি খালেদ মিয়া, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চকদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির,পূর্বভাগ ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মোঃ আইয়ুব খাঁন উপজেলা স্বেচ্ছাসেবকদলের নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের শরিফুল ইসলাম ভূঁইয়া, আব্দুল আল মামুন , উপজেলা নবীন দলের সভাপতি আমসু মিয়া প্রমুখ।

তাছাড়া সদর ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভায় মিছিলে মিছিলের মধ্য দিয়ে উপস্থিত হয়।

এ সময় সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড থেকে শত শত মানুষ মিছিল নিয়ে জনসমাবেশ স্থলে মিলিত হতে থাকে। সমাবেশে বক্তারা আগামীতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এর সাথে নাসিরনগর উপজেলা কে একটি আধুনিক ও উন্নয়নের দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন।