ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে বিএনপি : সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম


৪ জানুয়ারী ২০২৫ ২১:১০

আপডেট:
৪ জানুয়ারী ২০২৫ ২২:২৫

বিএনপি জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির জনপ্রিয় নেতা, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম। তার নিজ বাসভবনে গুলবাগিচা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি একথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা জনগণের ভোটাধিকার হরণ করে দেশের রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। এখন সময় এসেছে দেশটাকে নতুন করে গড়ে তোলার। আজ যেটা প্রয়োজন, তা হচ্ছে ঐক্য। বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য।

৩ জানুয়ারি, শুক্রবার গুলবাগিচা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আরিফুল ইসলামের বাসভবনে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় গুলবাগিচা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী রেজা উপস্থিত ছিলেন। সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (সিআইডি) আমির জাফর, বাপেক্সের সাবেক এমডি মোহাম্মদ আলী, উপ কর কমিশনার নজরুল ইসলাম খাঁ, মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, প্রকৌশলী মোঃ ইউসুফ আলী, ট্যাক্স অফিসার রফিকুল ইসলাম আকন্দ, প্রকৌশলী হুমায়ুন কবীর ও মোঃ সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, বিএনপির জনপ্রিয় এই নেতা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘ ৭ বছর জেল খাটার পর ১ ডিসেম্বর এই মামলা থেকে খালাস পান। তিনি ১৯৯২ সালে সাবেক ৫৩ নং ওয়ার্ডের (বর্তমান ১৯ নং) প্রথম কাউন্সিলর হন। এরপর ২০১৩ সাল পর্যন্ত পরপর ৩ বার নির্বাচিত কাউন্সিলর ছিলেন তিনি।