ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শেরপুর জেলা বিএনপির আংশিক কমিটি বাতিল, জেলা জুড়ে তোলপাড়


৪ জানুয়ারী ২০২৫ ১৫:৩৫

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:২৮

শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয় যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দলের গৃহীত সিদ্ধান্তবলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়।

এর আগে গেল বছরের ৪ নভেম্বর (সোমবার) বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে আহবায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে। ২ জানুয়ারির ঘোষণা অনুযায়ী এ কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। ফলে আংশিক গঠিত ওই আহবায়ক কমিটি ২ মাসও পার করতে পারলো না। পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার পরিবর্তে আংশিক কমিটি স্থগিত ঘোষণা করায় জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম নেয়।

এদিকে জেলা কমিটি স্থগিত হওয়ার পর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ২ জানুয়ারি রাতে তার বাসায় এক জুরুরি মিটিং এর মাধ্যমে সকলকে শান্ত থাকতে বলে। আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব ইনশাল্লাহ।