ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শ্রীবরদীতে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা


৪ জানুয়ারী ২০২৫ ১৫:২৭

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:১৭

শ্রীবরদী উপজেলা (শেরপুর) স্বাস্থ্য কমপ্লেক্সের নব যোগদানকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এস.এম মফিদুল ইসলাম সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা হাসপাতালের সভা কক্ষে শ্রীবরদীতে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ডাঃ এ.এস.এম মফিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ও সমস্যা সমাধানে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করে বক্তৃতা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ মোঃ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নয়া দীগন্তের শ্রীবরদী প্রতিনিধি আহছানুজ্জামান ফিরুজ, দৈনিক সংগ্রামের শেরপুর প্রতিনিধি জাকির হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ মোহাম্মদ রানা, দৈনিক আজকের পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

এসময়, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগ, দৈনিক ভোরের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক নতুন সময়ের প্রতিনিধি খোকন, সাংবাদিক আবু সাইদ দিনার, শান্তসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।