ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপিত


২ জানুয়ারী ২০২৫ ১৮:৩১

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:২২

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তা‘ এ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে আজ (২ জানুয়ারি) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক ওয়াকাথন অনুষ্ঠিত হয়।

এরপর শেরপুর জেলা প্রশাসকের আলোচনা কক্ষে এক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। মুক্ত আড্ডায় শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ টি এম আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম শহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা আহ্বায়ক মামানুর রহমানসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের বিভিন্ন প্রতিনিধিগণ।

মুক্ত আড্ডার সঞ্চালনায় ছিলেন হাসান শরাফত।

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবী হিসেবে ৬ জনকে সম্মাননা স্মারক উপহার দেন ডিসি তরফদার মাহমুদুর রহমান।

এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা।