নেছারাবাদে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী

পিরোজপুরের নেছারাবাদে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ১ জানুয়ারি, বুধবার দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নেতৃত্বে নেছারাবাদের সকল ইউনিয়ন থেকে মিছিল যোগে আগত নেতাকর্মী ও ছাত্রদলের সমন্বয়ে একটি বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি ও আলোচনা সভার সভাপতিত্বে ছিলেন মোঃ ইমরান রহমান সজিব আহবায়ক, নেছারাবাদ উপজেলা ছাত্রদল। শত শত ছাত্র জনতা ও নেতাকর্মীদের মুহুর্মুহু করতালী ও শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। র্যালিটি সোহাগদলের হাজিরপোল, সরকারী কলেজ চত্বর, ইন্দ্রেরহাট বন্দর হয়ে সুটিয়াকাঠি মিয়ারহাট বন্দর প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিসের (মিয়ারহাট) সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন- নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক, মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের সুশৃংখল ভাবে দেশের স্বার্থে দলের স্বার্থে একাগ্রচিত্তে রাজনৈতিক সকল কার্যকলাপ পালন করার উদাত্ত আহ্বান জানান। সর্বোপরি দলের সকল নেতাকর্মী ও সমর্থকদের তারুন্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা মেনে দলকে সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
র্যালির নেতৃত্বে/সম্মুখভাগে ছিলেন- আতিকুল ইসলাম লিটু- যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মোঃ সোহেল রানা মৃধা- যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মোঃ তপু রায়হান- আহবায়ক (ভারপ্রাপ্ত) নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দল। মোঃ ইমন মৃধা- যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মোঃ মিরাজ হোসেন- যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মোঃ আমির হোসেন- সদস্য, নেছারাবাদ উপজেলা বিএনপি।
মোঃ ইমরান রহমান সজীব - আহবায়ক, নেছারাবাদ উপজেলা ছাত্রদল। মোঃ হাসিবুর রহমান আরিফ- সাবেক আহবায়ক, কলেজ ছাত্রদল। মোঃ রাহাদুল ইসলাম - সভাপতি, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, নেছারাবাদ উপজেলা শাখা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- গোলাম রব্বানী, উজ্জল, রাতুল, এরশাদ, আরিফ, রাশেদ, বাবু, সোহাগ, রাসেল বাহাদুর, শান্ত, আবু তালেব, জিহাদ, মহাসিন, রিয়াজ, এমরান, সহ শত শত ছাত্রনেতা, যুবনেতা ও কর্মীবৃন্দ।