ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


প্রবাস থেকে ফিরে স্ত্রীর প্রেমিককে কোপালেন স্বামী


২ জানুয়ারী ২০২৫ ১৭:১৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জাকির হোসেন নামে একজনকে কোপানোর অভিযোগ উঠেছে। পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

৩১ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলা সদরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত মীর জাকির হোসেন নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়ার মৃত মীর মহিদ হোসেনের ছেলে। এ ঘটনায় শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ।

জানা যায়, প্রায় ১০ বছর আগে বিয়ে করেন শাহিন। দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক তিনি। তিন বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান শাহিন। এরই মধ্যে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা মীর জাকির হোসেনের। এক পর্যায়ে ৬ ডিসেম্বর জাকিরের হাত ধরে স্বামীর সংসার ছাড়েন শাহিনের স্ত্রী। বিষয়টি জানার পর গত ১১ ডিসেম্বর সৌদি আরব থেকে দেশে ফিরে স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন চেষ্টা চালিয়ে ব্যর্থ হন শাহিন। পরে ঘটনার দিন সন্ধ্যায় জাকিরকে কুপিয়ে আহত করেন শাহিন।

এ ব্যাপারে প্রবাসী শাহিন মিয়া বলেন, ‘ফ্রিজ কিনতে নাসিরনগর সদরে এসে আমার স্ত্রীর সঙ্গে জাকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার তিনটা সন্তান রেখে সে আমার বউটাকে নিয়া গেছে। জাকিরেরও তিনটা সন্তান আছে। সৌদি আরবে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করে টাকা পাঠাইসি। সেই টাকা নিয়া আমার বউ অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করে। আমার টাকা পয়সা নিয়ে ওরা আলাদা বাসা নিয়ে থাকে। আমার বাচ্চাগুলোর দিকে তাকাইলে কলিজাটা ফেটে যায়, সারা রাত আমার বাচ্চারা কান্না করে। সেই কষ্টে আমি জাকিরকে কোপাইছি। এখন যদি আমার ফাঁসিও হয় আমার কষ্ট নাই। আর যেন কেউ পরকীয়া না করে এ জন্য কোপাইছি।’

নাসিরনগর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে শাহিন মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।