ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শ্রীবরদীতে জাতীয়তাবাদী ছাত্রদলে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


১ জানুয়ারী ২০২৫ ১৭:৫৩

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৮

শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) বিকালে শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আপেল মাহমুদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (ঝিনাইগাতী -শ্রীবরদী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, শ্রীবরদী পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির খান প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সম্পাদকসহ অনেক নেতাকর্মী ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।