ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মিষ্টির দোকানদারকে জরিমানা


১ জানুয়ারী ২০২৫ ১২:৩৭

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:২৩

শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মাত্রাতিরিক্ত ওজনের প্যাকেটে মিষ্টি বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নকলা পশ্চিম বাজারের তিন দোকানদরকে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এই জরিমানা বা অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড প্রাপ্তরা হলেন, আজিজুল ইসলাম (৬০), সুজন মিয়া (৩৫) ও মমিন মিয়া (২৭)।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৫৩ ধারা অনুযায়ী তিনটি মামলায় মিষ্টি তৈরি ও মাত্রাতিরিক্ত ওজনের প্যাকেটে মিষ্টি বিক্রি করে গ্রাহকদের কৌশলে ঠকানোর অপরাধে ৩ দোকানদারকে সতর্কতা মূলক প্রতিজনে এক হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পুলিশ বিভাগের লোকজন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক জনগণ উপস্থিত ছিলেন।