ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নকলায় এনজিও সমন্বয় কমিটির বছরের শেষ সভা অনুষ্ঠিত হয়েছে


৩০ ডিসেম্বর ২০২৪ ২২:৩২

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:২৩

শেরপুরের নকলায় সরকার কর্তৃক নিবন্ধিত নকলা উপজেলার বেসরকারি সংস্থা (এনজিও) সমন্বয় কমিটির চলতি বছরের শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, মাটি’র ব্যবস্থাপক মো. রুহুল আমীন খান, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. বিপ্লব হোসেন, নকলা অটিজম ও বু্িদ্ধপ্রতীবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসেন, আইডিএ-এর নির্বাহী পরিচালক মো. লূৎফর রহমান ও ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশারফ হোসাইন প্রমুখ।

বছরের শেষ সভায় বক্তারা এনজিও পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা ও এর সমাধানে করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া আগত বছরে কর্মপরিকল্পনা ও বাস্তবায়নে সকল এনজিও নেতৃবৃন্দের করণীয় বিষয়েও আলোচনা করেন বক্তারা।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।