নীলফামারীর শৌলমারীতে চলছে তিস্তার বালু বিক্রির মহোৎসব

নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারীতে চলছে তিস্তা নদীর বালু বিক্রির মহোৎসব। প্রশাসনের নাকের ডগায় এসব কর্মকাণ্ড হলেও দেখার যেন কেউ নেই।
জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের দেওয়ানী পাড়া ও চেয়ারম্যান পাড়া অঞ্চলের তিস্তা নদী থেকে বালু তুলে বিক্রি করছে ভূমিধস্যুরা। নানা অজুহাতে মেশিন দিয়ে বালু তুলে, বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এদিকে নদী থেকে বালু তোলার ফলে পরিবেশ হুমকির মুখে।
স্থানীয় প্রশাসনের তোয়াক্কাই করছে না এই ভূমিধস্যুরা। সাধারণ মানুষ কিছু বললে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি-ধমকিও দিচ্ছে প্রকাশ্যেই।
এদিকে বালুভর্তি ট্রলি চলাচলের কারণে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্প্রতি স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে বালি উত্তোলনের প্রতিকারের ব্যাপারে বললেও নেওয়া হয়নি কোন পদক্ষেপ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, আমরা অনতিবিলম্বে এই বালু লুটপাটের প্রতিকার চাই। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশু পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি।