২৯ কেজি গাঁজাসহ হেলাল উদ্দিন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার

র্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. সময় আনুমানিক সকাল ০৮.০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন আমুয়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হেলাল উদ্দিন (৪৬), পিতা- মৃত আব্দুল হাই, সাং-মধ্য কায়দা, থানা-নকলা, জেলা-শেরপুর‘কে ২৯.৪০০ কেজি গাঁজা, ২১০ বস্তায় ১৫,৭৫০ কেজি ধান, ০১টি ট্রাক এবং নগদ ৫১,০৮০ টাকাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় মামলা দায়ের র্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।