ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নাসিরনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ


২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:০১

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:২৫

আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা হইতে সারাদিন বেপী সুবিধা বঞ্চিত গ্রামবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ ক্যাম্প ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৬নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ চৌধুরী সামছুল হক কিবরিয়া পাভেলের প্রধান পৃষ্টপোষকতায় ও সভাপতিত্তে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস শাহিনা নাছরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরনগর।

অনুষ্ঠানটির উদ্ধোদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বি.এনপির সম্মানিত সদস্য মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কাজী মোঃ হাফিজুল রহমান, উপজেলা বি.এনপির সভাপতি এম এ হান্নান, অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, উপজেলা বি.এনপির সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী। বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প থেকে ইউনিয়নের সুবিধা বঞ্চিত প্রায় এক হাজার নারী পুরুষ ও শিশুদের মাঝে চিকিৎসা শেষে ঔষধ বিতরণ করা হয়।