নাসিরনগরে খেলাফত মজলিসের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় ২৬ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার এর সভাপতিত্তে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কেফায়েত উল্লাহ আল মাদানী ।
অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় সুরা সদস্য মাওলানা সামসুদ্দিন, কেন্দ্রিয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান,যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ মিজান বিন আঃ হক সহ সভাপতি মাওলনা মোজাহিদুল ইসলাম নাসিরনগরী, সিনিয়র সহ সভাপতি শাইখুল হাদিস আঃ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, জেলা শাখার সেক্রেটারী মাওলানা তাজুল ইসলাম কাসেমীসহ সভাপতি মুফতি আঃ বারি ফান্দাউকী। দিন ব্যাপী কর্মসূচী শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষন মসলিসের সমাপ্ত ঘোষনা করা হয়।