ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:৩২

ময়মনসিংহে বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূইয়া প্যানেল) ভালুকা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভালুকা উপজেলা শাখার আহবায়ক মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা সভাপতি মোমতাজ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ময়মনসিংহ সাধারণ সম্পাদক মোঃ একে আজাদ, শিক্ষক সমিতি গফরগাঁও শাখার সভাপতি মোঃ আলা উদ্দিন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ,
যুগ্ন আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, জাসাস ময়মনসিংহ জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ভালুকা সভাপতি অধ্যক্ষ মাও. শাহাব উদ্দিন শেখ, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ প্রমূখ।

এ সময় বক্তারা শিক্ষকদের ঘর ভাড়া, চিকিৎসা, অবসর ভাতা, উৎসব ভাতা, সকল সুযোগ সুবিধার দাবিসহ নানা বঞ্চনার কথা তুলে তা নিরসনে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় করণের দাবি তুলে ধরেন।