ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু, চারজন আহত


২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৪১

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:২৮

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ব্রীজের পাইলিংয়ের কাজের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গাইবান্ধার নজরুল মিয়া (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর অপর চার জনের অবস্থা আশংকাজনক বলে স্থানীয়রা জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে ২৩ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল সাড়ে ১১ঘটিকার সময় জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর-গঙ্গানগর সড়কের মধ্যবর্তী ব্রীজে।জানা গেছে নিহত নজরুল মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পাখিমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে।তবে অপর চারজনের নাম জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য আব্দুল লতিফ জানান। শ্রমিক ব্রীজের কাজে পাইলিংয়ের পাইপ নামাতে গিয়ে বিদ্যুতের মেইন লাইনের তারে হেলে পরলে এ ঘটনা ঘটে।পরে আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।অন্য চারজন আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে।