ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মাগুরাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত


২৩ ডিসেম্বর ২০২৪ ২০:৫০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:৩০

"ইসলাম ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্হা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হলো।

সোমবার ২৩ ডিসেম্বর দুপুর ২টায় শহরের সৈয়দ আতর আলী পাঠাগার প্রাঙ্গানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আব্দুস সালাম জায়েফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল,সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মুহাঃ আসাদুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সদস্য মাওলানা মুফতি হাবিবুল্লাহ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি, মাওলানা ওসমান গণী সাঈফী,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মোরশেদ উদ্দিন,জাতীয় শিক্ষক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, মাগুরা ১৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (শত্রুজিৎপুর) মুফতি ওসমান গণি মুছাপুরী।


অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে বলেন,"ইতিপূর্বে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারকে হটাতে সক্ষম হয়েছি।কিন্ত ইসলামের প্রতি যে বৈষম্য সে বৈষম্য রয়ে গেছে।আমাদের দেশে যে পরিমাণ সরকারী স্কুল কলেজ রয়েছে তার চেয়ে মাদ্রাসার পরিমান একে বারেই নগন্য।তাই সরকারের প্রতি আমাদের আহবান ইসলামের প্রতি সু-নজর দিন। তা না হলে আমরা আবারো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্হা কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ।