ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নাসিরনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা


২৩ ডিসেম্বর ২০২৪ ২০:৩৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:৪৮

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ২২ ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা নাসিরনগর সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি  এমএ হান্নান।পরিচালনা করেন সাধারণ সম্পাদক  বসির উদ্দিন তুহিন।

২০২৩ সালের ১৪ই জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে  এম এ হান্নান সভাপতি, কে এম বশির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক এডঃ আলী আজম  চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

দীর্ঘ দিন পর গত ২৩ সেপ্টেম্ভর২০২৪ নাসিরনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। জেলা কমিটির আহ্বায়ক এডঃ আব্দুল মান্নান ও জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি ছাড়া ৯ জনকে সহসভাপতি ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জনকে সহ সাংগঠনিক  ৩৫ জনকে সম্পাদকীয় পোষ্ট  ও ৪৮ জনকে সদস্য করে পূর্ণাঙ্গ  কমিটি প্রকাশ করা হয়। প্রকাশিত কমিটির সকলকে  ফুল দিয়ে বরণ করা হয়।