শেরপুরে বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক এ. কে. এম মোখতারুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব ও কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার বাজিদখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ আল হাসান খুররম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার হোসাইন, ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফরমার এ্যাসিস্ট্যন্ট রেজিস্ট্রার, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ রুকুনুজ্জামান, বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হাসান মোল্লা লেবু, বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আমির আলী সরকার, সহকারী শিক্ষক, আলহাজ্ব মোঃ ফরহাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।