ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সাতক্ষীরার তালায় ২ সাংবাদিককে দেশীয় অস্ত্র দিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি


১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:৪২

সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের উপর অতর্কিত হামলা করে আহত করেছে যুবদল কর্মী পরিচয় দানকারী সন্ত্রাসী রমজান সরদার (৩৬)। সন্ত্রাসী রমজান তালা উপজেলার ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে।

আহত সাংবাদিকরা হলেন, জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ, আইন বার্তা ও টাইমস্ অভ বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকার সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ আতাউর রহমান। এ ঘটনায় আহত দুই সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সালিশের ধার্য দিন ছিলো। মামলায় বাদী পক্ষের ডাকে ওই সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। এসময় সালিশ শুরু হওয়ার পূর্বেই ওত পেতে থাকা যুবদলকর্মী পরিচয়দানকারী সন্ত্রাসী রমজান সরদার (৩৬) কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। সাংবাদিক আক্তারের মাথায় আচম্কা দেশি অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং সাংবাদিক আতাউরকে কিলঘুসি মেরে আহত করে। তাৎক্ষণিক স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

গুরুতর আহত সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, ইসলামাকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আত্নীয়র জমিজমা নিয়ে বিরোধ মিমাংশার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মিমাংশার জন্য পরিষদে হাজির হওয়ার সাথে সাথে কোনো কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা ফেঁটে গুরুতর জখম হয়। এসময় সাংবাদিক আতাউর রহমানকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে তালা হাসপাতালে পাঠায় এবং ভর্তি করেন।

এবিষয়ে সন্ত্রাসী রমজান বলেন, সাংবাদিকদের এই শালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা আসলো কেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এ ঘটনায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার বলেন, লিখিত অভিযোগ পেলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।