মাগুরায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

জেলার ৯টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তিন দিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল নয়টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
প্রশিক্ষণের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা অর্জন করতে হবে। আর এ দক্ষতাকে ব্যবহার করে শ্রেণীকক্ষে যথাযথ পাঠদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান।