ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মাগুরা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:১১

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:০০

মাগুরা জেলার ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তারিক হোসেন (৫০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। যার ধারাবাহিকতায় মাগুরা ডিবি পুলিশের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার, এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান ও এসআই (নিঃ) মোঃ রেজাউল কবির এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর বিকাল ৪টার সময় মাগুরা সদর থানাধীন পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ পুরাতন বাজার, ব্রীজের উপর হতে ডিবি পুলিশ কর্তৃক ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামী মোঃ তারিক হোসেন (৫০), পিতা- মৃত তাহাজ্জদ হোসেন, সাং- পারনান্দুয়ালী চরপাড়া, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা- কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে। এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।