ভালুকায় কাঁশর দারুসসুন্নাহ মাদরাসার উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাঁশর দারুসসুন্নাহ মাদরাসায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে সারাদেশে আবৃত্তি, মুক্তিযুদ্ধ সংগ্রামের দিনগুলো নিয়ে নানা বর্ণনামূলক অনুষ্ঠানের এই আয়োজনে পিছিয়ে নেই পাড়া মহল্লায় মাদ্রাসাগুলো ও।
তারই ধারাবাহিকতাই সোমবার(১৬ ডিসেম্বর) সকাল থেকে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে কাঁশর দারুসসুন্নাহ মাদরাসা।
বিজয় দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মো: রেজাউল করিম বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস। স্কুল – মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস জানিয়ে দেওয়া বা শিখিয়ে দেওয়া সকল কমিটি ও শিক্ষকদের দায়িত্ব।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ,
মাদরাসা মুহতামিম, সহকারী শিক্ষক,শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।