ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ভারতে পাচারকালে বিপন্ন প্রজাতির ৬টি মুখ পোড়া হনুমান উদ্ধার


৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৪

আপডেট:
৩ মে ২০২৫ ১৪:২৬

ভারতে পাচারকালে বিপন্ন প্রজাতির ৬টি মুখ পোড়া হনুমান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বৈকারী সিমান্তের সাতানী এলাকা থেকে হনুমানগুলো উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাকা রাস্তার উপরে ৬টি হনুমান খাঁচাসহ ফেলে রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।

এদিন বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি আভিযানিক দল এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে ০৬টি হনুমান খাঁচাসহ সাতানী পাকা রাস্তার উপরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিকদল খাঁচাসহ ৬টি মুখপোড়া হনুমান উদ্ধার করে।

মো. আশরাফুল হক বলেন, উদ্ধারকৃত প্রতিটি হনুমানের মূল্য ৪০ হাজার টাকা হারে ৬টি হনুমানের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত বন্যপ্রানীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।