ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সিরাজগঞ্জে বেলকুচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা  


৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৫:০১

"অন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মান, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রূপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, রূপালী প্রতিবন্ধী সংস্থার সভাপতি সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক আছিয়া ইসলামসহ অন্যান্যরা। 

সভায় বক্তারা বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য প্রতিবন্ধীদের অধিকার রক্ষা ও সমান সুযোগ প্রদান করা। সেই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সব উন্নয়নে ভূমিকা রাখার কথা হয়।