আন্তঃজেলা ডাকাত সর্দার সুজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থানা পুলিশ রাত অনুমান দুই ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৮টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত সুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে কুণ্ডা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে নাসিরনগর থানা পুলিশেন এস আই মোঃ নুর আলমের নেতৃত্বে এস আই শফিকুল ইসলাম, এ এস আই মোহাম্মদ হোসেন, এ এস আই নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স সহ মোট ৮টি মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সুজন আটক করে। গ্রেফতার কৃত সুজন মিয়া নাসিরনগর উপজেলার ৩নং কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামের নুর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সুজনের নামে ৪টি ডাকাতি, ১টি চুরি, ১টি মাদক ও ২টি হত্যাচেষ্টা মামলাসহ মোট ৮টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সুজন মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে একাধিক ডাকাত দল নাসিরনগর মহাসড়ক ও বাসাবাড়িতে, ডাকাতি, ছিনতাই, চুরির ঘটনা ঘটায়। ডাকাত সর্দার সুজন মিয়ার বিরুদ্ধে নাসিরনগর থানায় ডাকাতি, মাদক, চুরি, হত্যাচেষ্টাসহ মোট ৮টি মামলা রয়েছে। সুজনকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।