ঢাকা বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১


বেলকুচিতে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ


২ ডিসেম্বর ২০২৪ ২১:১৯

আপডেট:
২২ জানুয়ারী ২০২৫ ০০:১৪

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। সরকারের পতনের পর বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যায়। এতে করে দীর্ঘদিন ধরে পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে সরকার প্রশাসক নিয়োগ দেন। তারই প্রেক্ষিতে সোমবার (০২ ডিসেম্বর) সকালে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ কক্ষে উপজেলা আইসিটি কর্মকর্তা ঈমান আলীকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেন।

তিনি ইউপি পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং ইউপি সদস্যগণের উপস্থিতিতে তিনি তার দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ইউপি সচিব আবু শাহিন মোল্লার সভাপতিত্ব ইউপি সদস্য এলিনা খাতুন, জেসমিন বেগম, নাসরিন হোসেন, বাবলু প্রামানিক, মোঃ শাহ আলম মন্ডল, নুরুল ইসলাম তুহিন, আবু ইলিয়াছ গফুর, আব্দুল বাতেন, রাজ্জাক খাঁন, আব্দুল কাদের তালুকদার, আবু ছাইদ সরকার,  নুর নবী সহ  ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এসময় উপস্থিত ছিল।