ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


নেছারাবাদে বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৫

শনিবার (৩০ নভেম্বর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভাটি ক্লাব মাঠ প্রাঙ্গনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোঃ মাহাবুবুল আলম, মোঃ শহিদুল ইসলাম বাহাদুর, মোঃ এনামুল হক রতন, মোঃ মিজানুর রহমান, মোঃ আতিকুল ইসলাম লিটু ও মোঃ আজহারুল ইসলাম টুটুল প্রমুখ। সদস্যদের পক্ষে বক্তব্য প্রদান করেন, মোঃ রিয়াদুল ইসলাম রিদুল, মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের জমিদাতা মোঃ ওয়াজেদ আলী মিয়া, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ নুরুল ইসলাম, মোঃ সোহেল মৃধা, মোঃ মশিউর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ সোহেব, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইমরান হোসেন সজীব ও মোঃ মাহফুজুর রহমান রাতুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা "বিন্না ইয়ং মেন্স ক্লাব" একটি সুসংঘটিত প্রতিষ্ঠান হিসেবে তার সুনাম অক্ষুন্ন রেখে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।