পিরোজপুরের নেছারাবাদে নারীসহ ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে মাদক (ইয়াবা) বিক্রির সময় নারী টিকটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাবেয়া আক্তার সাথী (৩৮) ও সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)। সাথী টিকটকার হিসেবে পরিচিত। রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে এছাড়া সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের ৬ নং ওয়ার্ডের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। গ্রেপ্তারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত দুজন মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন দৈনিক আমাদের দিনকে জানান, শুক্রবার সন্ধ্যায় কামারকাঠি গ্রামে ইয়াবা বিক্রি করছিল তারা। স্থানীয়দের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তারা দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।