নাসিরনগরে দুর্ধর্ষ ডাকাত সর্দার আমিনকে গ্রেফতার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে আন্তঃজেলা চক্রের ডাকাত সর্দার আমিন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। নাসিরনগর থানার এস আই মোঃ নূর আলমের নেতৃত্বে একটি বিশেষ চৌকশ দল অভিযান চালিয়ে ৩০ নভেম্বর ২০২৪ রোজ শনিবার অনুমান সকাল ৯ ঘটিকার সময় ডাকাত আমিনকে গ্রেফতার করেছে বলে শনিবার দুপুরে নাসিরনগর থানার পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, দুর্ধর্ষ ডাকাত সর্দার আমিনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার অভিযোগ রয়েছে। সে নাসিরনগর থানার চারটি ডাকাতি ও তিনটি চুরির মামলার প্রধান আসামী। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নাসিরনগর থানার মাধ্যমে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
গ্রেফতারকৃত দুর্ধর্ষ ডাকাত আমিন মিয়া (৩৫ )সে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের নূরুল হক ওরফে মরা মিয়ার ছেলে।